প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ২৩:৪৬

শাজাহানপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ মার্চ পালিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
শাজাহানপুরে নানা কর্মসূচির
মধ্য দিয়ে ৭ মার্চ পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। 
উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে এবং মৎস্য কর্মকর্তা রাশেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারি কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, ওসি আব্দুল কাদের জিলানী। বক্তব্য রাখেন ভিপি সাজেদুর রহমান সাহিন, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, কৃষি কর্মকর্তা নুরে আলম প্রমুখ। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু’র সঞ্চালনায় দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, মাহফুজার রহমান বাবলু, জহুরুল ইসলাম, সাইফুল ইসলাম, ফরিদুল ইসলাম মুক্তা, ইমরান হোসেন, একেএম ফজলুল হক, হোসেন শরীফ মনির, জুলকার নাইম, সেলিমুজ্জামান, আসাদুজ্জামান লিটন, সেলিম রহমান, আলমগীর হোসেন, আব্দুল মতিন মেম্বার, এএসএম ফেরদৌস, সঞ্জয় চৌধুরী, বুলবুল আহমেদ, আব্দুল ওয়াদুদ মুকুল, আব্দুর রশিদ, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আল আমিন, মাহমুদ মোরাদি, সাহাবুল ইসলাম, আব্দুর মজিদ, নেছার উদ্দিন, সানাউল হক, ইউসুফ আলী, আবুল কালাম আজাদ বাচ্চু, জাহাঙ্গীর আলম মন্টু, মোমিনুল হক মুক্তা, ভিপি এম সুলতান আহম্মেদ, বাদশা আলমগীর, একেএম জিয়াউল হক জুয়েল, রুবেল সরকার, আবুল কালাম আজাদ ঠান্ডা, তাজনুর রহমান শাহীন, রাকিবুল ইসলাম রঞ্জু, মিন্টু মিয়া প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে