বগুড়ার শাজাহানপুরে হিংসামূলক ভাবে রাতের আধাঁরে রোপনকৃত ধান কর্তন

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসী বাহিনী দ্বারা রাতের আধাঁরে রোপনকৃত ধান কর্তন। এ বিষয়ে গত ৫ই মার্চ তারিখে শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরী করেছে।
স্থানীয় জনসাধারণ ও থানায় ডায়েরি সুত্রে জানাগেছে, উপজেলার গোহাইল ইউনিয়নের ছালনা দক্ষিনপাড়াঁ গ্রামের মোঃ আব্দুল মতিন(৫০)পিতা মৃত মছির উদ্দিন প্রাং এবং তাহার স্ত্রী নারগিছ বেগম (৩৫)সহ ৫বোন যথাক্রমে বেগম(৩৫),শামছুনাহার পপি(৩৪),সাবিনা(৩৩),রওফুন নেছা খুকী খাতুন(৩০) মমেনা বেগম (২৭) সকলের পিতা মৃত খোরশেদ আলম,গ্রাম-ছালনা দক্ষিনপাড়া,ইউনিয়ন-গোহাইল,থানা-শাজাহানপুর,জেলা বগুড়া পৈত্রিক সুত্রে ৬ বোন মিলে ১২শতক জমি ভাগে পান যার মৌজা-ছালনা,দাগ নং-৮২৩/৮২২ ধানী জমি ভোগ দখল করিয়া আসিতেছে। জমিতে সেখানে সরিষার আবাদ করে ঘরে তোলেন,এপর তারা নিয়ম অনুযায়ী আমন ধানের চারা রোপন করেন।বিবাদী মোঃ আঃ কাদের(২৮),মোঃ রাকিব(২৬) উভয়ের পিতা মোঃ লয়া মিয়া ওরফে মুসা একই গামের বাসিন্দা।
তারা বাদীর শ্যালকের ছেলে। বিবাদীদ্বয় জমিজমাকে কেন্দ্র করিয়া বাদী মতিন সহ সকলকে ভয়ভিতি প্রদান ও জমিতে লাগানো ধানের চারা বিনষ্ট করিয়া ফেলিবে বলে হুমকি প্রদান করে আসিতেছিল।
অংশীদারের অংশের চেয়ে বেশী দলিল করে নেয় তারা।এরই জের ধরিয়ে গত ৩রা মার্চ তারিখে রাত অনুমান ১১ ঘটিকার সময় বিবদীগন বেশ কিছু সন্তাসী বাহিনী নিয়ে জমিতে লাগানো
আমন ধানের চারা সমপূর্ণ উপড়ে তোলে বিনষ্ট করে চল্লিশ হাজার টাকার ক্ষতি সাধন করে।
বাদীদ্বয় বিষয় জানতে পেরে তারা সকলে বিবাদীর বাড়ীতে গিয়ে ধানের চার বিনষ্ট করার কথা বলিলে বিবাদী গন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালজ করিতে থাকে এবং জমিতে যাইতে ও ধানের চারা লাগানোর নিষেধ করে বিভিন্ন প্রকার গালিগালজ,ভয়ভীতি সহ পান নাশের হুমকি দেন।
এ বিষয়ে পূর্বে থানায় অভিযোগ হলেও থানা পুলিশ তার সুরাহা করতে পারে নাই। পুনরাই আমন থানের ক্ষতি সাধন করাই শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরী করেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন