প্রকাশিত : ৯ মার্চ, ২০২৩ ০০:০৩
পানিতে ডুবে শিশুর মত্যু
জয়পুরহাট ব্যুরো

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে ফারজানা নামের নয় বছরের এক শিশুর মত্যু হয়েছে। বুধবার দুপুর জেলার কালাই উপজেলার জামুড়া বাসুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু ফারজানা কালাই উপজেলার বাসুড়া গ্রামর রফিকুল ইসলামের মেয়েে।
শিশুটির পরিবার জানায়, ফারজানা বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিলাে। কখন যে পানিত ডুবে গেছে, তা কউ বলতে পারেনা। এদিক দীর্ঘ সময় মেয়েকে না পেয়ে পরিবারের লােকজন বিভিন জায়গায় খোঁজাখুঁজি করে।এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে। এসময় পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন শিশু বিষয়টি নিশ্চিত করেছেন।