প্রকাশিত : ১০ মার্চ, ২০২৩ ২২:৫০
নামুজা ইসলামী শিশু একাডেমী কেজি স্কুল থেকে বৃত্তি পেয়েছে তিন জন শিক্ষার্থী
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া সদরের নামুজা ইসলামী শিশু একাডেমী কেজি স্কুল থেকে-২০২২ শিক্ষা বর্ষে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তিপ্রাপ্ত হয়েছে মোঃ আতাউর রহমান রোল নং-১২৬৪, মোহাম্মদ জুবায়েদ আহমেদ রোল নং-১২৬৬ ও মোসাম্মৎ মারিয়া আক্তার মুন রোল নং-১২৬৮। এক বিদ্যালয় থেকে তিন জন শিক্ষার্থী বৃত্তি লাভ করায় বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাষ করেছেন সচেতন মহল।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন