প্রকাশিত : ১০ মার্চ, ২০২৩ ২২:৫৩

মোবাইলে প্রেমের সম্পর্ক ব্রেকআপ হওয়ায় ধুনটের কলেজ ছাত্রের আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
মোবাইলে প্রেমের সম্পর্ক ব্রেকআপ হওয়ায়
ধুনটের কলেজ ছাত্রের আত্মহত্যা

যশোর জেলার অজ্ঞাতনামা এক মেয়ের সঙ্গে মোবাইলে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক ব্রেকআপ হওয়ায় বগুড়ার উপজেলায় আরিফ হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্র বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরিফ হোসেন ধুনট সদরপাড়া এলাকার আমজাদ হোসেন প্রামানিকের ছেলে এবং সে গোসাইবাড়ী ডিগ্রি কলেজের ছাত্র। 

থানা পুলিশ ও নিহতের পরিবারিকসূত্রে জানাগেছে, যশোর জেলার অজ্ঞাতনামা এক মেয়ের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আরিফ হোসেনের। কিন্তু সম্প্রতি অচেনা-অজানা ওই মেয়েটি মোবাইলে প্রেমের সম্পর্কটি ব্রেকআপ করে দেয়। এরপর থেকেই হতাশায় ভুগতে থাকে আরিফ। একপর্যায়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আরিফ হোসেন তার নিজ ঘরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বগুড়ায় রেফার্ড করা হয়।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি ইউডি মামলা দায়ের হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে