প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৩ ০২:৩৪

জয়পুরহাটে জিনের বাদশা আটক

জয়পুরহাট ব্যুরোঃ
জয়পুরহাটে জিনের বাদশা আটক

জয়পুরহাটে দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণের কাছ থেকে লক্ষ লক্ষ

টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা কথিত জিনের বাদশা  ইমরান হোসেন কবিরাজ কে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন হাটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জিনের বাদশা ইমরান হোসেন ইমন (২৫) এর পিতা-মৃত আক্তার নবাব খান, সাং-হাটপাড়া(হায়দার নগর), থানা-ঘোড়াঘাট, জেলা-দিনাজপুর। এসময় প্রতারণার বিভিন্ন উপকরণসহ তাকে আটক করা হয়। এঘটনায়  ইমরান এর প্রধান সহযোগী মোঃ রাফসান পলাতক আছে। আসামি  ইমরান হোসেন কবিরাজ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে বিকাশ, নগদ ও অন্যান্য মাধ্যমে জিনের কলসি ভর্তি সোনাদানা দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে স্বীকার করে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে