প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৩ ২২:৪৯

গাবতলীতে সোনারায় ইউপি চেয়ারম্যান আলতাবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে সোনারায় ইউপি চেয়ারম্যান
আলতাবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান আলতাবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গতকাল সোমবার ইউএনও’র নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন ঐ পরিষদের ৭জন ইউপি সদস্য। 
অভিযোগে বলা হয়েছে, “ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব বিগত এক বছর আগে থেকে টিআর, কাবিটা, এলজিএসপি, হাট বাজারের ওয়ান পারসেন্ট-এসবের অর্থ উত্তোলন করে দৃশ্যমান কোন কাজ করছেন না। তাছাড়া ভিজিডি ও টিসিবির কার্ড ইচ্ছামতো নিজ এলাকায় পছন্দের লোকদের মাঝে বিতরণ করছেন। পরিষদের সকল নথিপত্র নিজবাড়ীতে রেখে টাকার বিনিময়ে ওইসব কার্ড বিতরণ করছেন। সংবিধান অনুযায়ী প্যানেল চেয়ারম্যান গঠন করা কথা থাকলেও তা করছেন না। জন্ম-মৃত্যুর সনদ থেকেও আলতাব চেয়ারম্যান মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।” অভিযোগকারীরা হলেন, সোনারায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জুলফিকার আলী, ২নং ওয়ার্ডের জহুরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের আলেক উদ্দিন, ৪নং ওয়ার্ডের রনজু মিয়া, ৫নং ওয়ার্ডের মহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ডের বাবলা মন্ডল এবং ৮নং ওয়ার্ডের রাজা মন্ডল। 
এ ব্যাপারে সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান আলতাবের সাথে গতকাল মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, ওই ৭জন ইউপি সদস্যদের অভিযোগগুলো সত্য নয়। সকল প্রকল্পের উন্নয়নমূলক কাজ ঠিকঠাকভাবে সম্পন্ন করা হয়েছে। রেজুলেশনও সংরক্ষিত রয়েছে। 
এ প্রসঙ্গে গাবতলীর ইউএনও আফতাবুজ্জামান-আল-ইমরানের সাথে গতকাল মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, সোনারায় ইউপির সদস্যদের লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে