প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ২৩:০৩

দুপচাঁচিয়ায় দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুপচাঁচিয়া সাব রেজিষ্ট্রি অফিসের আয়োজনে সনদপ্রাপ্ত দলিল লেখকদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫মার্চ বুধবার সাব রেজিষ্ট্রি অফিস কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা সাব রেজিষ্টার এসএম কামরুল হোসেন এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন জেলা রেজিষ্টার রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সাবরেজিষ্টার নিলুফার ইয়াসমিন, কাহালু সাব রেজিষ্টার সোলাইমান আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দলিল লেখক সমিতির উপদেষ্টা ময়নুল ইসলাম, সভাপতি আশরাফ্জ্জুামান সাগর প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সহকারী সাব রেজিষ্টার এমদাদুল হক, উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দলিল লেখক জাহিদুল ইসলাম, তারেক রহমান প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় ৭২জন দলিল লেখক অংশগ্রহণ করেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে