প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩ ২৩:০৭

শাজাহানপুরে ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে নাজেহাল আশেকপুর সিপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি

অস্থিতিশীল পরিবেশে ৩ শতাধিক শিক্ষার্থী
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
শাজাহানপুরে ম্যানেজিং কমিটির 
দ্বন্দ্বে নাজেহাল আশেকপুর সিপি 
উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি

ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার শাজাহানপুরে চরম হচ্ছেন আশেকপুর সিপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিবৃন্দ। সেই সাথে অস্থিতিশীল পরিবেশের শিকার হয়েছে বিদ্যালয়টির ৩ শতাধিক কোমলমতি শিক্ষার্থী। এমন অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন মহল। 
এলাকাবাসি জানিয়েছেন, আশেকপুর সিপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বেশ কিছু দিন যাবত দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এমনকি আদালতে মামলাও চলমান। বিরোধকে কেন্দ্র করে উচ্ছৃংখল মানুষের পদচারণায় প্রায়ই বিদ্যালয় চত্বর প্রকম্পিত হয়। বহিরাগত বখাটেদের আনাগোনাও ঘটে। এতে শিক্ষক-কর্মচারিরা হতভম্ব, কোমলমতি শিক্ষার্থীরা আতংকিত এবং অভিভাবরা চিন্তিত হয়ে পড়েছেন। গত ৬ ফেব্রুয়ারি একদল বিক্ষুব্ধ জনতা বিদ্যালয়ে প্রবেশ করে গোপনে ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে হৈচৈ শুরু করেন। তাদের তোপের মুখে বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে থাকা ৩ জন শিক্ষক প্রতিনিধি মামুনুর রশিদ, শাহ্ সুলতান এবং রাইছা সুলতানা শিক্ষক প্রতিনিধির পদ থেকে পদত্যাগ করেন। একই ভাবে ৪ জন অভিভাবক সদস্যও পর্যায়ক্রমে পদত্যাগ করেন। সম্প্রতি ম্যানেজিং কমিটির সভাপতি রওশন আরা’র পক্ষের লোকজনের চাপে পদত্যাগকৃত শিক্ষক প্রতিনিধিরা ফের ম্যানেজিং কমিটির একটি রেজুলেশনে স্বাক্ষর করেছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রওশন আরা গতকাল বুধবার বিদ্যালয়ে প্রবেশ করলে স্থানীয় লোকজনও বিদ্যায়ে ভির করে এতে উত্তেজনা সৃষ্টি হয়। বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা জানিয়েছেন, এলাকাবাসির তোপে এবং সভাপতির চাপে তারা দিশেহারা। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রওশন আরা জানিয়েছেন, স্থানীয়দের অযৌক্তিক আচরণে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিদের বেতন-ভাতা উত্তোলন ২ মাস যাবত ব্যাহত হচ্ছে। সে বিষয়টি সুরাহা করতেই তিনি শিক্ষক প্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে রেজুলেশনে স্বাক্ষর নিয়েছেন।  

 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে