প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩ ০০:০৬

গাবতলী নেপালতলী হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলী নেপালতলী হাইস্কুলে ক্রীড়া
প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বগুড়া গাবতলীর নেপালতলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুলমাঠে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। নেপালতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা আ’লীগের সদস্য রুমানা আজিজ রিংকির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আ: রাজ্জাক মিলু এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নেপালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক হোসেন আলী। অনুষ্ঠানের শুরুতেই কয়েকটি দেশাত্ববোধক গানের ডিসপ্লে অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে