প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ০০:৫১
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় সাদ্দাম হোসাইন (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সাদ্দাম সিরাজগঞ্জ সদর উপজেলার তিলগাছা গ্রামের আব্দুল মোত্তালেব এর ছেলে ও ইউনিমেট ইউনিহেলথ ওষুধ কোম্পানীর দুপচাঁচিয়া উপজেলার মেডিকেল প্রমোশন অফিসার(এমপিও) ছিলেন। গত ২০মার্চ সোমবার দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুর ১টার সময় সাদ্দাম হোসাইন দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড হতে মোটরসাইকেল যোগে থানা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এসময় মেইল বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতদিক থেকে নওগাঁগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সাদ্দাম ছিটকে ট্রাকের নিচে পড়ে। এসময় ট্রাকটি তার বুকের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাদ্দামের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপর ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় সাদ্দাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন