বগুড়ায় জুলাইয়ের মধ্যে কেন্দ্রী শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে- প্রতিমন্ত্রী কে এম খালিদ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বগুড়ায় জুলাইয়ের মধ্যে কেন্দ্রী শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। এর পাশাপাশি বগুড়া শহরে আধুনিক শিল্পকলা একাডেমির কাজ শুরু করা হবে। যেকোন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে কারও কোন অনুমতি নেয়ার প্রয়োজন নেই। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ ব্যাপারে চিঠি দেয়া হয়েছে। কেউ যদি তারপরেও বাধা দেয় তাহলে আমি সেখানে উপস্থিত হয়ে অনুষ্ঠান পরিচালনা করে আসবো। জেলার পাশাপাশি প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমীর কার্যক্রম শুরু করা হবে। এই নিয়ে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে।
রবিবার দুপুর দুইটায় বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম, বগুড়া- ৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের এবং সাংবাদিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় শুরুর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ কে বগুড়ার সাংস্কৃতিক কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন