প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ২৩:৩২

ক্ষেতলাল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করতে সাংবাদিকদের সাথে ইউএনও’র প্রেস ব্রিফিং

ভ্রাম্যমান প্রতিনিধি, জয়পুরহাট:
ক্ষেতলাল উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত
ঘোষণা করতে সাংবাদিকদের সাথে ইউএনও’র প্রেস ব্রিফিং

ক্ষেতলাল উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা। 

ওই প্রেস ব্রিফিংয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহার আলী মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তালুকদার, নির্বাহী সদস্য গোলাম মোস্তফা শেখ, ক্ষেতলাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আলী, কোষাধ্যক্ষ আজিজুল হক, প্রচার সম্পাদক এস এম মিলন, গোলাম মর্তুজা রবিন, শাহিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ২২ মার্চ উপজেলায় মুজববর্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ৩০ টি ভূমিহীন ও গৃহহীন এবং ৮টি মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে পৃথকভাবে জমিসহ গৃহ ও বীর নিবাসের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে