বগুড়ায় তিন সংস্কৃতিজনকে ফুলেল সংবর্ধনা

সাহিত্যের সংগঠন বগুড়া পাঠকপণ্য পাঠশালার আয়োজনে পুন্ড্র পদক অজর্নকারি ও আন্তর্জাতিক নারী দিবসে সম্মাননা পাওয়া মোট তিন সংস্কৃতিজনকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে। গতকাল বগুড়া শহরের চেলোপাড়াস্থ পাঠকপণ্য পাঠশালা সভাঘরে বগুড়া পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত হন নাট্যজন সৈয়দ সুলতান আলম, সঙ্গীত প্রশিক্ষক ও গীতিকার আসাদ হোসেন এবং নারী নাট্য অভিনেতা নিভা রানী সরকার পূর্ণিমা।
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ২০২৩ এর বইমেলায় পুন্ড্র পদক অর্জন করেন নাট্যজন সৈয়দ সুলতান আলম, সঙ্গীত প্রশিক্ষক ও গীতিকার আসাদ হোসেন। এছাড়া নাট্য অভিনেতা নিভা রানী সরকার পূর্ণিমা ঢাকা থেকে তীর কাঁচখেলা নাট্যসম্মাননা ২০২৩ এর রাজশাহী বিভাগীয় সম্মাননা অর্জন করেন। ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে তিন গুণীজন শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য প্রদান করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, অভিনেতা আব্দুল্লাহেল কাফি তারা, অভিনেতা আব্দুল হান্নান, অভিনেতা সাদেকুর রহমান সুজন, কবি মনজু রহমান, কবি আজিজার রহমান তাজ, কবি এইচ আলিম, অভিনেতা শাহদৎ হোসেন, কবি মাহাবুব টুটুল, বানী রানী পাল, পার্থ সারর্থ রুদ্র, কবি অমিত রেজা, কবি শাহানূর শাহিন, সাইদ মালিথা, কবি শাহান আরা বীনা, কবি ফাতেমা ইয়াসমিন, অভিনেতা রবিউল করিম হৃদয়, আভা সরকার, মামুনুর রহমান, ছায়া দেবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন