প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩ ০২:২১
কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতে কয়েকটি দোকানে জরিমানা করা হয়
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের দর সঠিক বজায় রেখে খাদ্য ক্রয় বিক্রয়ের তদারকি করেন আদালতের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট , কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার ও সহকারি কমিশনার(ভূমি) কাজী মোঃ অনিক ইসলাম।
এসময় মূল্য তালিকা না থাকায় তারা মিস্টি, মনোহারী দোকান ও কাঁচামালের দোকানে অভিযান পরিচালনা করে মোট বিশ হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন