প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩ ২৩:০৯

স্বাধীনতা দিবসে জয়পুরহাটে ২৮০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধিঃ
স্বাধীনতা দিবসে জয়পুরহাটে ২৮০ বীর  মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

মহান স্বাধীনতা ও  জাতীয় দিবস উপলক্ষে জয়পুরহাটে ২৮০ বীর মুক্তিযোদ্ধাকে  সংবর্ধনা দেওয়া হয়েছে।  জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় রবিবার দুপুরে জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে  বক্তব্য দেন ভারপ্রাপ্ত  জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত  পুলিশ সুপার মামুন খান চিশতী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হক্কানি, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত,  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেনসহ আরও অনেকে।

এ ছাড়া ও জেলার জীবিত ও প্রয়াত সকল মুক্তিযোদ্ধা পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে