কাজিপুরে সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
.png)
কাজিপুরের বাঐখোলা গ্ৰামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হতে জয় বাঁধ পর্যন্ত সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। শুক্রবার ৩১ মার্চ বিকেলে এ উপলক্ষে বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে গ্ৰামবাসী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনসাধারণের সুবিধা ও এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সড়ক নির্মাণ কাজের উদ্যোগ নেয়া হয়েছে, পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ এ কাজে সর্বাত্মক সহযোগিতা করবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সহীদ সারোয়ার, সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেনসহ স্থানীয় জনসাধারণ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন