প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২৩ ০৩:২৪

ঈদে চ্যানেল আইয়ের জন্য নাটক অন্য রকম ঈদের মহরত অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
ঈদে চ্যানেল আইয়ের জন্য নাটক 
অন্য রকম ঈদের মহরত অনুষ্ঠিত

পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে চ্যানেল আইয়ের জন্য নাটক অন্যরকম ঈদ এর শুভ মহরত অনুষ্ঠিত হলো বগুড়ায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বগুড়া শহরের জলেশ^রীতলায় নাটকের মহরতের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এসময় উপস্থিত ছিলেন রাগেবুল আহসান রিপু এর সহধর্মিনী জোবাইদা আহসান জবা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, জোটের সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়উল হক বাবলা, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, অভিনেতা মাছুদুল আলম বাচ্চু, রুবল লোদী, শাহাদৎ হোসেন, পাঁপড়ি, সুপিন বর্মণ, লিপসন, সোহেল, রবিউল করিম, বিধান, শহীদ, তানসেন আলম, বৈশালী, ঐশী, সিফাতসহ বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, সম্মিলিত সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নাট্যকর্মীরা এই নাটকে অভিনয় করছেন। চ্যানেল আইয়ের ঈদের বিশেষ অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন পর্যায়ের শিল্পীদের একটি ম্যাগাজিন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অন্য রকম ঈদ নাটকটির রচনা ও পরিচালনা করছেন নাট্যজন তৌফিক হাসান ময়না।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে