প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২৩ ২৩:১৯

গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীর দক্ষিণপাড়া 
ইউনিয়নে ইফতার 
সামগ্রী বিতরণ

রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বগুড়া গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বর ও উজগ্রাম স্কুল মাঠে ইউনিয়নের ৫শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিজস্ব অর্থায়নে এই ইফতার সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রবিন। এলক্ষ্যে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন ধলুর সভাপতিত্বে এতে বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, দক্ষিণপাড়া ইউপি চেয়ারম্যান এ্যাডঃ রফিকুল ইসলাম,  সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রহমান মুকুল, বগুড়া পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আ’লীগ নেতা ডাবলু চৌধুরী, রায়হান কবীর স্বাধীন, সেকেন্দার, আঃ আউয়াল, যুবলীগ নেতা মনির ইসলাম পিপুল, পলাশ রায় পলান, মুঞ্জুর, সুমন, আহসান হাবিব লেমন,  ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান হাসিব, আঃ রহিমসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে