প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৩ ২২:০৪

দুপচাঁচিয়ায় চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ৪

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ৪

গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার এসআই নিয়ামান নাসির সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গত ১০এপ্রিল দিবাগত রাতে অভিযান চালিয়ে দু’টি চোরাই মোটরসাইকেল(বাজাজ পালছার ও বাজাজ বাইক) উদ্ধার সহ চোর সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার লাফাপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে হযরত আলী(২৮), তালোড়া মন্ডলপাড়ার জিল্লুর রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন(৩০), সাবলা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে গোলাম কিবরিয়া(৩২) ও কাহালুর নওদাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন(২১)। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। 
থানা সূত্রে জানা যায়, ঘটনারদিন রাতে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি টিম চৌমুহনী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে জানতে পারেন যে, উপজেলার তালোড়া পৌরসভার লাফাপাড়া মহল্লায় দু’টি চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ ওই স্থানে উপস্থিত হয়ে হযরত আলীকে গ্রেপ্তার করে। এসময় অন্যান্য চোরেরা পালিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে চোরাই মোটরসাইকেল বেচাকেনার কথা স্বীকার করেন। সেই সঙ্গে তার দেয়া তথ্য মতে পুলিশ অভিযান চালিয়ে অপর তিন আসামীকে গ্রেপ্তার করেন। 
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ দু’টি চোরাই মোটরসাইকেল সহ চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে