প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৩ ২২:০৬

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড থেকে তিষীগাড়ী মোড় পর্যন্ত সড়কে দুর্ঘটনা এড়াতে ও  যানজটমুক্ত রাখতে সড়কের দু’পাশে কাঠ ব্যবসায়ীদের কাঠের গুড়ি রাখায় গত ১১এপ্রিল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত চার জন কাঠ ব্যবসায়ীর মোট ১০হাজার টাকা জরিমানা আদায় করেছেন এবং সড়কের দু’পাশে রাখা কাঠের গুড়ি দ্রুত সড়িয়ে নেয়ার দির্দেশ প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে