প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৩ ২২:০১

ধুনটে বিভিন্ন রোগীকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে বিভিন্ন রোগীকে ৫০ হাজার টাকা
করে আর্থিক অনুদান প্রদান

বগুড়ার ধুনটে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদেরকে ৫০ হাজার টাকা করে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসাবে চেক বিতরণ করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, আওয়ামীলীগ নেতা গোলাম সোবাহান, জয়নাল আবেদীন, সিরাজুল হক লিটন, এমএ তারেক হেলাল, সাবেক ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি প্রমূখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে