প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৩ ২২:২৫

বগুড়া রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার
বগুড়া রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী
সমিতির ইফতার ও দোয়া মাহফিল

বগুড়ার রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাজারের এক হাজার ব্যবসায়ী ও কর্মচারী নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু এবং বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন। 
এসময় অন্যান্যদের মধ্যে রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা শানু, উপদেষ্টা লক্ষণ বণিক, আবুল কাশেম, আবুল কালাম, খালেদ খান, সুলতান বাদশা, হাফজার রহমান, সেলিম বাদশা হুমায়ুন আহমেদ প্রমুখ। ইফতারের আগে মোনাজাতে দেশ, জাতি ও রাজাবাজারে ব্যবসায়িক সম্মৃদ্ধিসহ সকলের শান্তি কামনা করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে