শাজাহানপুরে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মিষ্টি (৭)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।এসময় আনপোনা (৬) নামে অপর এক শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার চোপিনগর ইউনিয়নের বড়পাথার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মিষ্টি বড়পাথার গ্রামের রং মিস্তিরি আমিনুর ইসলামে ছেলে।মিষ্টি স্থানীয় স্কুলে প্রথম শ্রেণীতে পড়াশোনা করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,বাড়ির পাশে পুকুরে মিষ্টি,আনপোনা ও ইশা গোসল করতে নামে। এ সময় হঠাৎ মিষ্টি ও আনপোনা পুকুরের পানিতে ডুবে যায়।তখন ইশা পুকুর থেকে উপরে ওঠে চিৎকার করলে স্থানীয়রা আনপোনাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পাঠানোর ১০-১৫ মিনিট পর মিষ্টি কে ডুবন্ত অবস্থা উদ্ধার করা হয়।
উপজেলার চোপিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু জানান, বাড়ির পাশের পুকুরে ৩ জন বাচ্চা গোসল করতে নেমেছিল। একপর্যায়ে পুকুরের গভীরে চলে গেলে ২ জন পানিতে ডুবে যায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ বিষয় বক্তব্য জানতে ফোন তাকে পাওয়া যায় নি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন