প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৩ ২২:৪৪

বগুড়ার শাজাহানপুরে রাস্তার সীমানা নিয়ে বিরোধ,মারপিট ॥ থানায় অভিযোগ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে রাস্তার সীমানা নিয়ে
 বিরোধ,মারপিট ॥ থানায় অভিযোগ

রাস্তার সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়ার শাজাহানপুরে স্বামী, স্ত্রী ও ছেলেকে  মারপিট ও ঘরবাড়ী ভাংচুর।। গুরুত্বর আহত অবস্থায় হাঁপাতালে ভর্তি।  শাজাহানপুর থানায় মোছাঃ নাছিমা আকতার লিখিত অভিযোগ দায়ের করেন।

 
অভিযোগ ও পারিবারিক সুত্রে জানাগেছে উপজেলার চোপিনগর ইউনিয়নের কৌচাদহ গ্রামের উত্তর পাড়ার মোঃ মাহবুবুর রহমান(৫০),মোঃ ফারুক হোসেন (৪৮) উভয়ের পিতা মৃত আফছার আলী,সাং কৌচাদহ,থানা-শাজাহানপুর জেলা-বগুড়া তাদের সংগে ১৫দিন আগে নাছিমার স্বামী মোঃ রায়হান আলী,পিতা মৃত মোফাজ্জল হোসেন খোকার বাড়ীর সামনে খোলার জায়গা দিয়ে এডিবির প্রকল্পের ইটের সোলিং রাস্তা নির্মান করে ঠিকাদার সেই রাস্তার সীমানা সম্পূর্ণ রায়হানের জায়গার উপর দিয়ে যায়। রায়হান তার সীমানা দিয়ে সর্ম্পূণ রাস্তা দিবে না এই নিয়ে বিবাদীদের সাথে বিরোধ চলে আসিতেছিল। তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়েছে। 

তারিই জের ধরে ২৩/০৪/২০২৩ইং তারিখে রাত্রী ১০.৩০ঘটিকার সময় বাদী ও বিবাদীগণ গ্রাম্য বৈঠক করে এবং শালিসের শেষে হঠাৎ করে বিবাদীগন অকত্য ভাষায় গালিগালাজ করিতে থাকে, তা নিষেধ করিলে এক পর্যায়ে  নাছিমা ও তার স্বামী এবং ছেলে শাকওয়াত হোসেনকে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং দা,লাঠিও লোহার শাবল দিয়ে ঘর,দরজা,জানাল,টেবিল ইত্যাদি ভাংচুর করে নগদ ২লক্ষ২০হাজার টাকা ও ২ভরি স্বর্ণের গহনা নিয়ে যায় ও প্রান নাশের হুমকি দেয়।
বিষেশ করে ফারুক নামের যে ব্যক্তি সে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী করে তার প্রভাবেই এসব করেছে।
এরপর আমার আত্বীয় স্বজন ও এলাকা বাসীর সহযোগিতায় ছেলে  হাঁসপাতালে ভর্তি হয়ে  চিক্যিসাধীন অবস্থায় আছেন।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল বাছেদ জানান রাস্তা নিয়ে আমার পাড়াতে রাতের বেলা একটি শালিশ বৈঠক বসেছিল তা নিয়ে মারপিটের ঘটনাও শুনেছি। কিন্তু তারা আমাকে কোন বিষয়ে ডাকে না।

এ বিষয়ে শাজাহানপুর থানার এ এস,আই আশরাফুল ইসলাম জানান, অভিযোগের পেক্ষিতে  তদন্তে গিয়েছিলাম পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে