ধুনটে নেশার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

বগুড়ার ধুনটে নেশার টাকা না পেয়ে সম্রাট (১৭) নামে এক কিশোর শ্রমিক আত্মহত্যা করেছে। সোমবার (২৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ী পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মইন শেখ সম্রাট ওই গ্রামের তাহের আলী শেখের ছেলে। সে পেশায় ইট ভাঙ্গার শ্রমিক হিসাবে কর্মরত ছিল।
পুলিশ জানায়, ইট ভাঙ্গার শ্রমিক হিসাবে কাজ করতো সম্রাট। কিন্তু সে অল্প বয়সেই মাদকাসক্ত হয়ে পড়েছিল। ঈদের ছুটির কারনে সে কোন কাজ পাচ্ছিল না। তাই নেশা করার জন্য তার কাছে কোন টাকাও ছিল না। এতেই সে নিজের উপর অভিমান করে সোমবার বিকাল ৪টার দিকে বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এবিষয়ে ধুনট থানার এসআই আব্দুল মতিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন