প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৩ ২২:৫৮

গাবতলীতে যুবককে কুপিয়ে জখম ॥ থানায় অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে যুবককে কুপিয়ে 
জখম ॥ থানায় অভিযোগ

বগুড়ার গাবতলীতে শত্রুতার জের ধরে আতিকুল ইসলাম সুজন (২৪) নামের এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গত ২৪এপ্রিল বিকেল ৫টায় উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
অভিযোগসূত্রে জানা গেছে, উল্লেখিত সোনাকানিয়া উত্তরপাড়া গ্রামের ফরিদ প্রামানিকের ছেলে আতিকুল ইসলাম সুজন গত ২৪এপ্রিল বিকেলে পেরিরহাট বাজার হতে বাড়ী ফেরার পথে ফুলতলা নামকস্থানে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা প্রতিপক্ষরা বিভিন্ন ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারী ওই সময় আতিকুল ইসলাম সুজনকে এলোপাতারিভাবে কুপিয়ে জখম করে। এ ঘটনায় সুজনের বড়ভাই মহিনুর ইসলাম বাদী হয়ে মহিষাবান ইউনিয়নের রাসেল প্রাং, রেজোয়ান ও রফিকুল ইসলাম ফান্টুসের নাম উল্লেখ করে এবং ২/৩জনকে অজ্ঞাত বলে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে