শিবগঞ্জে বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

“আলোকিত শিবগঞ্জ গড়ার প্রত্যয়ে জ্ঞানের আলো ছড়িয়ে দাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে আনিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের ডিরেক্টর অব কো-অরডিনেটর এমআর মানিক, ডিরেক্টর অফ লিয়াজো মতিউর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির নিকট দ¡ায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন কার্যনির্বাহী কমিটির ডিরেক্টর অফ কোর্ডিনেটর মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল আহমেদ, ডিরেক্টর লিয়াজো মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিসুর রহমান। এছাড়া অন্যান্য ডিরেক্টরগণ হলেন ডিরেক্টর অব অর্গানাইজিং ইমাম আবু জাফর, ডিরেক্টর অফ প্ল্যানিং রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষার্থী তমা রায়, ডিরেক্টর অফ মিডিয়া রেজওয়ান আহমেদ, ডিরেক্টর অফ ফাইনান্স সাদ-আন মায়াজ, ডিরেক্টর অব এডুকেশন ইশিতা জাহান অর্থি। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যারিকো বাংলাদেশ বগুড়া জোনাল এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও শেরপুর উপজেলা ফুড ইন্সপেক্টর জুয়েল রানা জিতু, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাশক রাসেল আহমেদ, বাংলাদেশ বিমানের এ্যাসিস্ট্যান্ট কমার্সিয়াল অফিসার রবিউল ইসলাম, সংগঠনের ডিরেক্টর আরিফ বিল্লাহ, সাবিহা আলম মুন্নি, মশিউর রহমান, এমআর মানিক, ওমর ফারুক, মাকছুদুর রহমান রানা প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন