প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৩ ২৩:১৯

গাবতলীতে মেন্দিপুর স্কুলের পিয়নসহ আটক-৩

রাতে স্কুলে আসর বসিয়ে মাদক সেবন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে মেন্দিপুর স্কুলের 
পিয়নসহ আটক-৩

বগুড়া গাবতলীর মেন্দিপুর সরকারি প্রাইমারী স্কুলের আরিফুল ইসলাম (২৮) নামের এক নৈশ প্রহরী রাতে স্কুলভবনে আসর বসিয়ে মাদকসেবনকালে মাদকসেবনের বিভিন্ন সরঞ্জামসহ পুলিশের হাতে আটক হয়েছে। আটককৃত আরিফুল উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মেন্দিপুর পূর্বপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে। 
জানা গেছে, মেন্দিপুর সরকারি প্রাইমারী স্কুলের নৈশ প্রহরী আরিফুল ইসলাম বিগত কয়েক মাস আগে থেকেই প্রতিনিয়ত স্কুলভবনে মাদকের আসর বসিয়ে জুয়া খেলাসহ বিভিন্নভাবে আনন্দ ফুর্তি করতো। স্থানীয় শিক্ষানুরাগীরা বিষয়টি জানতে পেরে আরিফুল ইসলামকে স্কুলের ভিতরে এমন অপকর্ম করতে নিষেধ করতো। কিন্তু নৈশ প্রহরী আরিফুল স্থানীয়দের বাধানিষেধে কোন কর্ণপাত না করে নিজের ইচ্ছামতো নানা অপরাধমূলক কর্মকান্ড চালাতে থাকে। এরই এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫এপ্রিল রাতে মডেল থানার এসআই আ: কুদ্দুস, রাশেদুল ইসলাম এবং এএসআই তৈয়ব ও মিথুনসহ সঙ্গীয় ফোর্স ওই স্কুলে এক সাঁড়াশি অভিযান চালায়। এ সময় পুলিশ মাদকসেবনের বিভিন্ন সরঞ্জামসহ নৈশ প্রহরী আরিফুলসহ ৩জনকে আটক করে থানায় আনে। এ ঘটনায় এস আই আ: কুদ্দুস বাদী হয়ে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় এস আই আ: কুদ্দুস বাদী হয়ে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করেছে বলে স্থানীয় সাংবাদিকদের জানান ওসি সনাতন চন্দ্র সরকার।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে