প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৩ ২৩:২২
সারিয়াকান্দিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার,নগদ টাকা ও ঢেউটিন বিতরণ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ

বগুড়ার সারিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর হিন্দুকান্দি সালামত মিয়ার আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ী গতকাল বুধবার সকালে পরিদর্শন করেন,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।সে সময় উপস্থিত ছিলেন,সারিয়াকান্দি প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হাদি,সারিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩বান্ডিল ঢেউটিন, শুকনো খাবার ও নগদ ৯হাজার টাকা প্রদান করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন