প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৩ ২৩:১৯

গাবতলীতে নবগঠিত পূজা উদযাপন পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে নবগঠিত পূজা উদযাপন
পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বগুড়ার গাবতলী উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান গতকাল শনিবার পৌর সদরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য দিলীপ কুমার দেব। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক) সাগর কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অমৃতলাল সাহা এবং সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধন্য গোপাল সিংহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ চন্দ্র শেখর রায়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন  নবগঠিত উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডাঃ রণজিৎ চৌধুরী, যুগ্ম সম্পাদক উজ্জল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার রায়, কোষাধ্যক্ষ মিলন সরকারসহ আরো অনেকে। এ সময় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের শপথবাক্য পাঠ করান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর কুমার রায়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে