প্রকাশিত : ৭ মে, ২০২৩ ১০:৫৫

শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-কর্মচারিদের বেতন-ভাতা উত্তোলন নিয়ে অনিশ্চয়তা

অবৈধ ভাবে সভাপতির দায়িত্ব পালনের অভিযোগ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ 
বিদ্যালয় ও কলেজের শিক্ষক-কর্মচারিদের 
বেতন-ভাতা উত্তোলন নিয়ে অনিশ্চয়তা

বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে মেয়াদোত্তীর্ণ এডহক কমিটি এবং অবৈধ ভাবে সভাপতির দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে। মেয়াদোত্তীর্ণ সভাপতির স্বাক্ষরে  শিক্ষক-কর্মচারিদের বেতন বিল দেয়া হবেনা জানিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়া মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি অবৈধ ভাবে সভাপতির দায়িত্ব পালন করছেন মর্মে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক। ফলে বেতন-ভাতা উত্তোলন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা। 
অভিযোগ সূত্রে জানাগেছে, মো. আলী ইমাম পর পর ৩ দফা গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ এডহক কমিটির মেয়াদ গত ৬ সেপ্টেম্বর’২২ তারিখে উত্তীর্ণ হয়েছে। নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষে গত ৪ আগষ্ট’২২ তারিখে নির্বাচত অনুষ্ঠিত হয় এবং নবনির্বাচিত গভর্নিং বডি অনুমোদনে সভাপতি পদের জন্য ৩ জনের নামসহ নির্বাচিত অন্যান্য ক্যাটাগরির সদস্যদের নামের তালিকা শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন অধ্যক্ষ মোতাহার হোসেন। ৯ মাস পেরিয়ে গেলেও শিক্ষা বোর্ডের অনুমোদন পায়নি নবনির্বাচিত গভর্নিং বডি। অপরদিকে মেয়াদোত্তীর্ণ এডহক কমিটির সভাপতি অবৈধ ভাবে সভাপতির দায়িত্ব পালন করছেন মর্মে ইউএনও’র নিকট লিখিত অভিযোগ করেন কয়েকজন অভিভাবক। ইউএনও’র নির্দেশে অভিযোগের সরেজমিন তদন্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন। তদন্তের আলোকে গত বুধবার উভয় পক্ষকে নিজ কার্যালয়ে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম। আলোচনা শেষে মেয়াদোত্তীর্ণ এডহক কমিটির সভাপতি প্রতিষ্ঠান পরিচালনার এখতিয়ার রাখেন কিনা তা জানতে শিক্ষা বোর্ডে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। অপরদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০২১ এর ১৭.১০ ধারা মোতাবেক ‘নিয়মিত/এডহক কমিটির অবর্তমানে শিক্ষক-কর্মচারিদের বেতন বিলে সভাপতির স্থলে ইউএনও স্বাক্ষর করবেন’ উল্লেখ করে কলেজের অধ্যক্ষকে চিঠি দিয়েছেন সোনালী ব্যাংক জামাদারপুকুরহাট শাখার ম্যানেজার শরীফুল ইসলাম। এপ্রিল’২২ মাস থেকে শিক্ষক-কর্মচারিদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে উক্ত নীতিমালা অনুসরণ করা হবে মর্মে চিঠিতে উল্লেখ করা হয়। ফলে বেতন-ভাতা উত্তোলন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বেতন বিলে ইউএনও’র স্বাক্ষর নিতে হবে ব্যাংক থেকে এমন চিঠি পেয়েছেন উল্লেখ করে কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন জানিয়েছেন, এ বিষয়ে শিক্ষা বোর্ডের নির্দেশনা প্রয়োজন। মেয়াদোত্তীর্ণ এডহক কমিটির সভাপতি মো. আলী ইমাম জানিয়েছেন, শিক্ষা বোর্ড তাকে এডহক কমিটির সভাপতি মনোনয়ন দিয়েছে। শিক্ষা বোর্ড তাকে অবৈধ না বলা পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।   

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে