প্রকাশিত : ১৩ মে, ২০২৩ ০২:১০

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন জারি হওয়ায় বগুড়া জোটের আনন্দ র‌্যালী

ষ্টাফ রিপোর্টার
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন 
জারি হওয়ায় বগুড়া জোটের আনন্দ র‌্যালী

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে প্রজ্ঞাপন জারি করায় জেলায় আনন্দ মিছিল বইছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ১২ মে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট আনন্দর‌্যালীর আয়োজন করে। বগুড়া শহরের সাতমাথা থেকে আনন্দর‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ র‌্যালী শেষে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় সমাবেশের আয়োজন করে। একই সময়ে বাংলাদেশ গ্রাম থিয়েটার পুন্ড্র অঞ্চল (বগুড়া-জয়পুরহাট) এর কর্মীরাও আনন্দর‌্যালী বের করেন। 

সমাবেশে বক্তব্য রাখেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সভাপতি আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, আসাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান মানিক, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এসএম মিল্লাত হোসেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, শাহাজাদ আলী বাদশা, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদ বগুড়ার সভাপতি শ্যামল বিশ^াস, কবি আজিজার রহমান তাজ, গীতিচর্চা সঙ্গীতালয়ে সভাপতি কণ্ঠশিল্পী তাপসী দে, আবৃত্তি শিল্পী ঈমামুল হুদা বিপ্লব, ধুনট থিয়েটারের আয়নাল হোসেন, কাহালু থিয়েটারের মুনছুর রহমান তানসেন, গুলশান, আব্দুল মান্নান, রাকিন, অতুল, কলেজ থিয়েটারের শাহরিয়ার সিফাত প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে