দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কৃতিত্ব

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০২৩ উপলক্ষে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে। ১৬টি ইভেন্টের মধ্যে এ বিদ্যালয় ১১টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে। যেসব প্রতিযোগী যে সব বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমস্থান অধিকার করেছে তারা হলো অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণির খ গ্রুপে তৌহিদা আক্তার তিশা বাংলা রচনা, ৭ম শ্রেণির ক গ্রুপে তাহিয়া ইসলাম(২টি ইভেন্ট) কবিতা আবৃত্তি ও নির্ধারিত বক্তৃতা, ১০ম শ্রেণির তাসফিয়া জিন্নাত নাবিলা(২টি ইভেন্ট) নির্ধারিত বক্তৃতা ও একক বিতর্ক, ৭ম শ্রেণির ক গ্রপে রুহানী জান্নাত একক বিতর্ক, ৭ম শ্রেণির ক গ্রপে মেঘা দাস(২টি ইভেন্ট) রবীন্দ্র সংগীত ও লোক সংগীত, ৮ম শ্রেণির ক গ্রপে অন্তজ তালুকদার নজরুল সংগীত, ১০ম শ্রেণির খ গ্রুপে রিফাহ তাসনিয়া(২টি ইভেন্ট) রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত। এ ১১টি ইভেন্টে প্রথমস্থান অধিকার করা ছাড়াও আরও ৪টি বিষয়ে এ বিদ্যালয় ও অন্যান্যরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শ্রেষ্ঠ স্কাউট ১০ম শ্রেণির জাহিদ হাসান, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ অত্র বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষার্থী ৭ম শ্রেণির তাহিয়া ইসলাম ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সুদেব কুমার কুণ্ডু। গত ১৫মে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ১৬মে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অন্য ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়। গতকাল ১৭মে বুধবার এ প্রতিযোগিতা ও ইভেন্টের ফলাফল প্রকাশিত হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন