প্রকাশিত : ১৮ মে, ২০২৩ ০০:১৩

দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কৃতিত্ব

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কৃতিত্ব

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ২০২৩ উপলক্ষে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে। ১৬টি ইভেন্টের মধ্যে এ বিদ্যালয় ১১টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে। যেসব প্রতিযোগী যে সব বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমস্থান অধিকার করেছে তারা হলো অত্র বিদ্যালয়ের ১০ম শ্রেণির খ গ্রুপে তৌহিদা আক্তার তিশা বাংলা রচনা, ৭ম শ্রেণির ক গ্রুপে তাহিয়া ইসলাম(২টি ইভেন্ট) কবিতা আবৃত্তি ও নির্ধারিত বক্তৃতা, ১০ম শ্রেণির তাসফিয়া জিন্নাত নাবিলা(২টি ইভেন্ট) নির্ধারিত বক্তৃতা ও একক বিতর্ক, ৭ম শ্রেণির ক গ্রপে রুহানী জান্নাত একক বিতর্ক, ৭ম শ্রেণির ক গ্রপে মেঘা দাস(২টি ইভেন্ট) রবীন্দ্র সংগীত ও লোক সংগীত, ৮ম শ্রেণির ক গ্রপে অন্তজ তালুকদার নজরুল সংগীত, ১০ম শ্রেণির খ গ্রুপে রিফাহ তাসনিয়া(২টি ইভেন্ট) রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত। এ ১১টি ইভেন্টে প্রথমস্থান অধিকার করা ছাড়াও আরও ৪টি বিষয়ে এ বিদ্যালয় ও  অন্যান্যরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শ্রেষ্ঠ স্কাউট ১০ম শ্রেণির জাহিদ হাসান, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ অত্র বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষার্থী ৭ম শ্রেণির তাহিয়া ইসলাম ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সুদেব কুমার কুণ্ডু। গত ১৫মে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ১৬মে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অন্য ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়। গতকাল ১৭মে বুধবার এ প্রতিযোগিতা ও ইভেন্টের ফলাফল প্রকাশিত হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে