প্রকাশিত : ১৮ মে, ২০২৩ ০০:৩১

বগুড়ায় ট্রাকের সাথে পুলিশের টহল গাড়ির সংঘর্ষ: আহত ৩ পুলিশ সদস্য

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ট্রাকের সাথে পুলিশের টহল 
গাড়ির সংঘর্ষ: আহত ৩ পুলিশ সদস্য

বগুড়ায় ট্রাকের সাথে সংঘর্ষে জেলা পুলিশের টহল গাড়িতে থাকা তিন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালুর বিবিরপুকুরে এ দুর্ঘটনা ঘটে। 

আতহদের মধ্যে, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যাদার দুইজন ও কনস্টেবল রয়েছেন একজন। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷

এরমধ্যে  হুমায়ুন করিব (৪০) নামে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অবস্থা গুরুতর হওয়ায় বুধবার ভোর ৪ টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেওয়া হয়েছে। এ দুর্ঘটনায় আহত আরও দুই পুলিশ সদস্য হলেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোকাম্মেল হক (৪০) ও কনস্টেবল জয়ন্ত কুমার (২৪) । তারা সবাই বগুড়া জেলা পুলিশ লাইন্সে কর্মরত আছেন।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বিষয়গুলো নিশ্চিত করেছেন। পুলিশের এ কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে পুলিশ লাইন্সের সদস্যরা জিপগাড়িতে টহল দিচ্ছিলেন। বগুড়া থেকে কাহালু দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিপগাড়িতে থাকা তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এরমধ্যে হুমায়ুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, 'মহাসড়কে অনেক গাড়ি থাকায় তাৎক্ষনিকভাবে ট্রাকটি শনাক্ত করা যায়নি, তবে শনাক্তের চেষ্টা চলছে,' যোগ করেন তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে