প্রকাশিত : ১৮ মে, ২০২৩ ২২:৪৫

গাবতলীতে এক অটোরিক্সা চালকের কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে এক অটোরিক্সা 
চালকের কীটনাশক পানে 
আত্মহত্যার চেষ্টা

বগুড়ার গাবতলীতে বকুল মন্ডল (৪০) নামের এক অটোরিক্সা চালক কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি এখন বগুড়া শজিমেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গত ১৭মে সকালে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের প্রথমারছেও গ্রামে এই ঘটনা ঘটে। 
একাধিকসূত্রে জানা গেছে, উল্লেখিত প্রথমারছেও গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে বকুল মন্ডল একজন অটোরিক্সা চালক। সাংসারিক জীবনের তিনি ২সন্তানের জনক। কিন্তু অভাব-অভিযোগের কারণে হতাশা হয়ে গত ১৭মে সকালে তিনি কীটনাশক পান করেন। গুরুতর আহত বকুলকে তার নিকটজনরা উদ্ধার করে প্রথমে গাবতলী হাসপাতালে পরে সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করে। এ ব্যাপারে বকুল মন্ডলের ছোটভাই ফাইজুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, তার বড়ভাই বকুল হতাশা থেকে কীটনাশক পান করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে