প্রকাশিত : ১৮ মে, ২০২৩ ২২:৪৬

নন্দীগ্রামে কাল বৈশাখী ঝড়ে উড়ে গেল প্রতিবন্ধী বিদ্যালয়

৫লক্ষ টাকার ক্ষতি
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
নন্দীগ্রামে কাল বৈশাখী ঝড়ে উড়ে গেল প্রতিবন্ধী বিদ্যালয়

নন্দীগ্রাম উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে উড়ে গেল ধুন্দার আলোর দিশারী বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। প্রাপ্ত তথ্য জানা গেছে, গত বুধবার রাত আনুমানিক ৩টায় কাল বৈশাখী ঝড়ে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার আলোর দিশারী  বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের ৭টি কক্ষের টিনের ছাউনির ঘর ঝড়ে উড়ে যায়, এবং ঘরের রক্ষিত আসবাবপত্র সেলিং ফ্যানসহ প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এলাকায় প্রতিবন্ধীদরে শিক্ষার আলো ছড়ানোর জন্য ওই বিদ্যালয়টি স্থাপন করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ২৫০ জন ছাত্র/ছাত্রীদেরকে ১৮ জন শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে আসছে। কাল বৈশাখী ঝড়ে বিদ্যালয়ের টিনের ছাউনি উড়ে যাওয়ার ফলে বিদ্যালয়টিতে পাঠদানের পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। অতিদ্রুত বিদ্যালয়টি সংস্কার করা প্রয়োজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী এই প্রতিনিধিকে জানান, কাল বৈশাখী ঝড়ে বিদ্যালয়টি উড়ে যাবার কারনে বিদ্যালয়টিতে চরম ক্ষতি হয়েছে।সহযোগীতার জন্য স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নির্বাাহী কর্মকর্তাকে ক্ষতির বিষয়ে অবহিত করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে