প্রকাশিত : ২০ মে, ২০২৩ ২৩:৫৯

বগুড়ায় গীতিচর্চা সঙ্গিতালয়ের রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্যাপন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় গীতিচর্চা সঙ্গিতালয়ের
রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্যাপন

বগুড়ায় গীতিচর্চা সঙ্গিতালয়ের আয়োজনে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। শুক্রবার বিকালে জেলা শহরের রোমেনা আফাজ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি লায়ন মোঃ আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, হাকীম এমএ মজিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান মানিক, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, রবিউল করিম হৃদয়, নাট্যভিনেতা খন্দকার এনামুল হক, পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব, উচ্চারণ একাডেমীর পরিচালক এড পলাশ খন্দকার, নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বগুড়া গ্রন্থকেন্দ্রের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, বগুড়ার বিশিষ্ট চিকিৎসক ডাঃ সামির হোসেন মিশু, কণ্ঠশিল্পী প্রণব সান্নাল। অনুষ্ঠানে সভাপত্বি করেন গীতিচর্চা সঙ্গিতালয় এর সভাপতি তাপসী দে। অনুষ্ঠানে কবিগুরুর সাহিত্যকর্ম, জীবনী, সঙ্গীত জীবন নিয়ে বক্তারা আলোচনা করেন। একই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম বাঙালি জীবনে কতটা জড়িয়ে আছে সে বিষয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতিচর্চা সঙ্গিতালয় এর সাধারণ সম্পাদক এইচ আলিম। অনুষ্ঠানে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচিত্র আঁকেন অত্রী দে।
অনুষ্ঠানে কবিকে প্রণাম জানিয়ে কণ্ঠশিল্পী তাপসী দে এর পরিচালনায় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করা হয়। গীতিচর্চা সঙ্গিতালয়ের শিশু কণ্ঠশিল্পীরা এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে