বগুড়ায় সংস্কৃতিতে তরুণদের আগ্রহী করতে মতবিনিময়
--21.05_.2023_.png)
সাহিত্যের সংগঠন বগুড়া পাঠকপণ্য পাঠশালার আয়োজনে সাহিত্য ও সংস্কৃতিতে তরুণদের আগ্রহী করে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে বগুড়া শহরের চেলোপাড়াস্থ পাঠকপণ্য পাঠশালা সভাঘরে বগুড়া পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক কবি জয়ন্ত দেব এর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে বগুড়ার নাট্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন নাট্যজন সৈয়দ সুলতান আলম, নাট্য অভিনেতা নিভা রানী সরকার পূর্ণিমা, সাদেকুর রহমান সুজন, মীর্জা আহছানুল হক দুলাল, শ্যামল বিশ^াস, অভিনেতা আব্দুল্লাহেল কাফি তারা, তরুণদের সাহিত্যকর্ম নিয়ে বক্তব্য রাখেন কবি মীর আব্দুর রাজ্জাক, ছড়াকার রতন খান,সাংবাদিক বজলুর রশীদ সুইট, কুঁড়ি সম্পাদক আব্দুল খালেক, কবিতা আবৃত্তি করেন এইচ আলিম, লুবনা জাহান, ঈমামুল হুদা বিপ্লব, প্রীতি রানী, মাহাবুব টুটুল, শাহানূর শাহিন, ফাতেমা ইয়াসমিন, স্বরচিত কবিতা পাঠ করেন জীবন সাহা, সেলিম রেজা, প্রনব কান্ত সান্যাল, অভিনেতা রবিউল করিম হৃদয়, আভা সরকার, মামুনুর রহমান, ছায়া দেবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন