প্রকাশিত : ২৫ মে, ২০২৩ ০২:৫৩

বগুড়ার গাবতলীতে এক ব্যক্তিকে চাঁদার দাবিতে হত্যার হুমকি থানায় অভিযোগ

ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে এক ব্যক্তিকে চাঁদার দাবিতে হত্যার হুমকি থানায় অভিযোগ

বগুড়ার গাবতলী সদর ইউনিয়নের চকসদু গ্রামের আব্দুল মজিদ প্রাং এর ছেলে সুমন ইসলাম শিমুল প্রাং(৩০)কে ব্ল্যাকমেইল করে এক লক্ষ টাকা চাঁদা দাবি,অন্যথায় হত্যার হুমকি প্রদান করা হয়েছে মর্মে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেছেন। উক্ত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,গত কিছুদিন আগে পার্শ্ববতী পাঁচমাইল বাজার এলাকায় একটি দোকানে চুরির ঘটনা ঘটে ছিল। যে ঘটনার প্রেক্ষিতে দোকান ব্যবসায়ীগণ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে ছিলেন। ওই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় পত্র  পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছিল। পরবর্তীতে তা ব্যবসায়ীগণ প্রত্যাহার মূলে নিষ্পত্তি করেন।অভিযোগকারী সুমন ইসলাম শিমুল আরো লিখেছেন, চুরির ওই ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্র মহল ভিন্ন খাতে মোর ঘুরিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে,তাকে যোগসাজশের মাধ্যমে ব্ল্যাকমেইল করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে এবং সুমন ইসলাম শিমুলকে চলতি মাসের ১৩ তারিখে ০১৭৫৫-৯৭৩১১৯ নাম্বার হতে,অভিযোগকারীর ০১৭৫০-২৭৭৫৯৯ নাম্বারে হুমকি প্রদান করে। অভিযোগ সূত্রে আরও জানা যায় ২২মে সোমবার আনুঃ রাত ৯টায় চকসদু গাইবান্ধা নামক হোটেলে সুমন ইসলাম শিমুল চা পান করছিল। হঠাৎ মোটরসাইকেল যোগে বিবাদী চকসেকেন্দার গ্রামের মৃত বাদশা সোনারের ছেলে জুয়েল রানা সহ ৩/৪ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী এসে সুমন ইসলাম শিমুলকে একটি ছবি দেখায় এবং ওই সন্ত্রাসীরা শিমুলকে ব্ল্যাকমেইল করার জন্য বলে,তুই একে চিনিস জানিস এবং আরো একাধিক ব্যক্তির নাম বলতে বলে। এসময় ওই সন্ত্রাসীরা বাদী শিমুল এর কাছে এক লক্ষ টাকার চাঁদা দাবি করে। নইলে তারা মিথ্যা মামলা সহ শহরের মাস্তান দ্বারা তাকে গুম খুনেরও হুমকি প্রদান করেছে মর্মে অভিযোগের প্রেক্ষিতে জানা যায়। বিষয়টি বাদীকে আতঙ্কের মধ্যে রেখেছে এবং সে নিরাপত্তাহীনতায় ভুগছে। সুমন ইসলাম শিমুলকে এমন লোমহর্ষক হুমকি প্রদান করা হয়েছে মর্মে তার সাক্ষী স্বরূপ গাবতলী উপজেলার চকসদু উত্তরপাড়া গ্রামের মৃত টুরু প্রাং এর ছেলে আঃ হামিদ প্রাং,ও আব্দুল হোসেন প্রাং এর ছেলে আব্দুল মজিদ প্রাং। উক্ত সাক্ষীগণ এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে চলে যায়।এবিষয়ে গাবতলী মডেল থানার ওসি তদন্ত জামিরুল ইসলাম,নিশ্চিত করেন এবং জানায়,বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানায়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে