প্রকাশিত : ২৫ মে, ২০২৩ ০৩:০৭

বগুড়ায় আম পাড়া নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে কিশোর ছুরিকাহত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় আম পাড়া নিয়ে
সৃষ্ট দ্বন্দ্বে কিশোর ছুরিকাহত

বগুড়ায় পার্কের গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে মো. আপন (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। গতকাল বুধবার দুপুর পৌণে ২ টার দিকে শহরের সেউজগাড়ি পানির ট্যাংক সড়কে এ ঘটনা ঘটে।

আহত আপন ওই এলাকার জসিম মিয়ার ছেলে। বর্তমানে সে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়ার স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) হরিদাস মন্ডল। তিনি জানান, আহত আপন শহরের পৌর এডওয়ার্ড পার্কে আম পাড়তে একটি গাছে উঠেন। এই সময় তপু ও পলাশ নামের দুই ভাই তাঁকে সরকারি গাছের আম পাড়তে নিষেধ করেন। এনিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডতা হয়। পরে আপন সেখান থেকে চলে যাওয়ার সময় পলাশ ও তপু ধাওয়া দিয়ে ছুরিকাঘাত করেন।
ইন্সপেক্টর হরিদাস মন্ডল বলেন, ‘আপনের কোমড় ও পায়ে জখম আছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে