আমরা কাউকে হত্যা করতে চাইনা: যুবলীগের প্রতিবাদ সমাবেশে ডাবলু

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেছেন, রাজশাহী জেলা বিএনপি নেতা কর্তৃক জনসমাবেশে দেওয়া বক্তব্যকে বিএনপি সমর্থন করেছে। ‘শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে’ এমন বক্তব্যের পরেও যেহেতু বিএনপি কোনো বিবৃতি দেয়নি তাতে বুঝতে হবে এটা দলেরই বক্তব্য। তবে আমরা কাউকে হত্যা করতে চাইনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে বগুড়ার শেরপুর উপজেলা যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বুধবার বিকেল সারে চারটায় শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টোর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় শেরপুর পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের শত শত নেতা কর্মী।
বিক্ষোভ মিছিলে বঙ্গবন্ধু কণ্যাকে হত্যার হুমকীর প্রতিবাদে স্লোগান এবং প্রতিবাদ সমাবেশে অভিযুক্ত বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন