বগুড়ায় সৌন্দর্য চর্চায় সুগন্ধী উদ্ভিদের পরিচিতি ওয়ার্কশপ

সৌন্দর্য চর্চায় ব্যবহৃত সুগন্ধী উদ্ভিদের পরিচিতি ও ব্যবহার শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে বগুড়ায়। রবিবার সকাল ১০ টায় জেলা পরিষদ মিলনায়তনে বাণিজ্য মন্ত্রাণালয়ের অধীন মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল ও হারবাল প্রডাক্ট কসমেটিক অ্যান্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাক্চারার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর যৌথ আয়োজনে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন। হারবাল প্রডাক্ট কসমেটিক অ্যান্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাক্চারার্স এসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন হারবাল প্রডাক্ট কসমেটিক অ্যান্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাক্চারার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাদল। আলোচক ছিলেন বগুড়া জেলা ইউনানী মেডিকেল ডক্টর’স সোসাইটির সভাপতি হাকীম মোঃ রবিউল ইসলাম, হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ হাকীম মোঃ মজিদ মিয়া, জেলা ইউনানী মেডিকেল ডক্টর’স সোসাইটির সাধারণ সম্পাদক হাকীম মো” রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইউনানী ওষুধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন। ওয়ার্কসপে অংশগ্রণকারিদের আরো আধুনিক ওষুধ প্রস্তুতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। শেষে অংশগ্রহণকারিদের মাঝে সনদ বিতরণ করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন