প্রকাশিত : ২৯ মে, ২০২৩ ২৩:৪২

গোবিন্দগঞ্জে ব্যাংকের ভল্ট হতে চুরির ঘটনায় নাইট গার্ড গ্রেফতার ও টাকা উদ্ধার

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে ব্যাংকের ভল্ট হতে চুরির ঘটনায়
নাইট গার্ড গ্রেফতার ও টাকা উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভল্ট হতে রহস্যজনকভাবে টাকা চুরির ঘটনায় আসামী গ্রেফতার ও চুরির টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ নাইট গার্ড মোঃ গোলাম হোসেন জুয়েল (৩৭) কে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার বাড়িতে এবং ব্যাংকের ভিতরে তাঁর শয়ন কক্ষে লুকিয়ে রাখা ব্যাংকের ভল্ট হতে চুরি যাওয়া ১২ লাখ ৬৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করেছে। 
গতকাল সোমবার (২৯ মে) দুপুরে গোবিন্দগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন সাংবাদিকদের কাছে ব্যাংক ডাকাতির সাজানো নাটকের বিষয়টি তুলে ধরেন। 
মামলার বিবরণে বলা হয়েছে, প্রতিদিনের মতো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কোচাশহর শাখার ভল্ট ও দরজা বন্ধ করে ম্যানেজার জেসমিন আকতার ২৫ মে সন্ধ্যায় সকল স্টাফ সহ ব্যাংক থেকে বেড়িয়ে যান। তারপর দুই দিন সরকারী ছুটির সময়ে ওই ব্যাংকের নাইট গার্ড গোলাম হোসেন জুয়েল অজ্ঞাতনামা সহযোগীদের সহযোগিতায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে। তারা ব্যাংকের ভল্টের তালা ভেঙ্গে ও সিন্দুকের তালা খুলে ভল্টে রক্ষিত ১৪ লাখ ১৮ হাজার ৬৬০ টাকা নিয়ে যায়। এসময় ডাকাতির নাটক সাজাতে তার সহযোগীরা নাইট গার্ড গোলাম হোসেন জুয়েলকে ব্যাংকের ভেতরে বেঁধে রেখে যায়। রহস্যজনক এই ঘটনায় ২৮ মে (রবিবার) ম্যানেজার জেসমিন আকতার বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী গতকাল ২৯ মে ভোরে অভিযান চালিয়ে নাইট গার্ড গোলাম হোসেন জুয়েলের বাড়ি এবং ব্যাংকের ভিতরে তার শয়ন কক্ষে লুকিয়ে রাখা অবস্থায় থেকে ১২ লাখ ৬৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে