প্রকাশিত : ৩১ মে, ২০২৩ ২৩:০৮

বজ্রপাত ঠেকাতে নন্দীগ্রামে তালের চারা রোপন কর্মসুচি পালিত

নিজস্ব প্রতিবেদক
বজ্রপাত ঠেকাতে নন্দীগ্রামে তালের চারা রোপন কর্মসুচি পালিত

বজ্রপাত ঠেকাতে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তালের চারা রোপন কর্মসুচি পালন করা হয়েছে। সোমবার (৩০মে) বেলা ৩টায় নন্দীগ্রামের ঢাকুইর মোড় থেকে নামুইট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তায় ৪০০ তালের চারা রোপনের শুভ উদ্ভোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু সহ আরো অনেকে এই কর্মসুচিতে অংশগ্রহণ করেন।  উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রতিবছর দুই শতাধিক মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে, সম্প্রতি দেশে বজ্রপাতের ভয়াবহতা বিবেচনায় নিয়ে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে গণ্য করছে সরকার। বজ্রপাত নিরোধে তাল গাছ রোপনে সুফল পেয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। এ ছাড়াও তালের পাতা ঘর ছাওয়া, হাতপাখা, চাটাই ও মাদুর তৈরিতে ব্যবহৃত হয়।  সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ গাছ। দীর্ঘজীবী তাল গাছ প্রায় একশ' বছর বাঁচে। গাছগুলো বড় হলে একই  সাথে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি পাবে, ফল পাওয়া যাবে এবং  ভয়ংকর বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যাবে। তাই এলাকাবাসীর প্রতি গাছগুলো বেড়ে উঠার সর্বাত্মক সহযোগীতা করার জন্য অনুরোধ জানান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে