প্রকাশিত : ১ জুন, ২০২৩ ২৩:২৭

নামুজায় মাঠের মধ্যে ভুট্ট ক্ষেতের জমিতে গাছের সঙ্গে বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার!

নামুজা (বগুড়া) প্র্রতিনিধিঃ
নামুজায় মাঠের মধ্যে ভুট্ট ক্ষেতের জমিতে
গাছের সঙ্গে বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার!

গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়া সদরের নামুজা শাহাপাড়া গ্রামের আবদিন নামের এক ব্যক্তির লাশ ললপুকুর মাঠে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় বগুড়া সদর থানা পুলিশ উদ্ধার করেছেন। পরিবার সূত্রে জানা যায়, নামুজা ইউনিয়নের শাহাপাড়া গ্রামের মৃত কছিমদ্দিনের পুত্র আবদিন (৬০) গত বুধবার সন্ধ্যায় নিজবাড়ী থেকে ওষুধ নেওয়ার জন্য স্থানীয় চৌমহুনী বাজারে যায়। তার পর থেকে ওই ব্যক্তি নিখাঁজ হয়ে যায়। পরদিন সকালে শাহাপাড়া-মসজিদপাড়া মাঠের মধ্যে ললপুকুর নামে মাঠে একটি ভুট্ট ক্ষেতের জমির বোকন গাছের সঙ্গে গলায় গামছা পেঁচানো মুখে পাতা গোজানো অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়। বগুড়া সদর থানার এসআই জাহিদ ঘটনারস্থল থেকে লাশের সুরাতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শজীমেক হাসপাতালের মগে পাঠান। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে এসআই জাহিদ জানান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে