প্রকাশিত : ১ জুন, ২০২৩ ২৩:৩০

দুপচাঁচিয়ার খোলাশে বাড়ির প্রাচীর ঘেষে জোরপূর্বক ড্রেন নির্মাণ ॥ থানায় অভিযোগ

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ার খোলাশে বাড়ির প্রাচীর ঘেষে জোরপূর্বক ড্রেন নির্মাণ ॥ থানায় অভিযোগ

দুপচাঁচিয়ার খোলাশ গ্রামে বাড়ির পাশ দিয়ে মহিলা ইউপি সদস্যের জোর পূর্বক ড্রেন নির্মাণ করার অভিযোগ করেছেন ওমর ফারুক নামের এক ব্যক্তি। এ ঘটনায় তিনি গত ২৯মে মহিলা ইউপি সদস্য সহ দুইজনকে বিবাদী করে দুপচাঁচিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগে জানা যায়, উপজেলার খোলাশ গ্রামের তছলিম উদ্দিনের ছেলে ওমর ফারুক। একই গ্রামের প্রতিবেশী বাবু প্রামানিক ও তার স্ত্রী মহিলা ইউপি সদস্য হাজেরা বেগম গত ২৮ মার্চ সকালে ওমর ফারুকের মাটির দ্বিতল বাড়ির পাশ দিয়ে কিছু লোক লাগিয়ে ড্রেনের খনন কাজ শুরু করে। এতে ওমর ফারুক বিবাদীদ্বয়কে তার বাড়ির প্রাচীরের কিছু দূর থেকে ড্রেনের খনন কাজ করতে বলেন। কিন্তু তারা তার কথা না শুনে পুনরায় গত ২৯মে জোরপূর্বক তার মাটির বাড়ীর প্রাচীর ঘেষেই খনন কাজ করতে থাকে। প্রাচীর ঘেষে খনন করার ফলে ওমর ফারুকের মাটির দ্বিতল বাড়ির ২টি ঘরের প্রাচীর ভেঙ্গে পড়ে। প্রাচীর ভেঙ্গে পড়ায় তার ঘরে রাখা ধান, আলু ও ঘরের  আসবাবপত্রের ক্ষতি সাধিত হয়। সেই সাথে তার ঘরটিও অরক্ষিত হয়ে পড়ে।  
এ ব্যাপারে দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ওমর ফারুক বিষয়টি আমাকে ও থানায় জানিয়েছে। আমি বিষয়টি গুরুত্বসহকারারে দেখবো এবং বিধি মোতাবেক ব্যবস্থা নিবো। 
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বাড়ির প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন জানান, তদন্ত করে ঘটনাটির আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে