প্রকাশিত : ৬ জুন, ২০২৩ ০০:৪০

গুরুদাসপুরে রোগীদের মাঝে চেক বিতরন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
গুরুদাসপুরে রোগীদের মাঝে চেক বিতরন

নাটোরের গুরুদাসপুরে ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মাঝে চেক বিতরণ করা হয়। সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায়  সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ওই চেক বিতরন ও আলোচনা সভার আয়োজন করে। 
আয়োজকমুত্র জানায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ১১ লাখ টাকার জটিল রোগে আক্রান্ত ২২ রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এসময় নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন,ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার,সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।  
অনুষ্ঠানে উপকারভোগী ছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। এসময় উপকারভোগীরা তাদের দুঃসময়ে সরকারের এমন সহযোগীতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে