দুপচাঁচিয়ায় এতিম শিশুদের মাঝে যুবদলের খাবার বিতরণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে গত ৭জুন বুধবার বিকালে চৌমুহনী বাজারস্থ কাসেমুল উলুম হাফেজিয়া ক্বওমী মাদরাসা ও এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুর রহমান চম্বুক, জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মধু, আদমদীঘি থানা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, দুপচাঁচিয়া উপজেলা যুবদল নেতা আশরাফুল আলম, দুপচাঁচিয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রুস্তম আলী হিরো প্রমুখ। আলোচনা সভা শেষে মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন