দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক(অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় গত ১১জুন রোববার বিকালে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজুলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদ ও জিয়ানগর ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে। এ টুর্ণামেন্টে উপজেলার ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলা পরিচালনা করেন রেজাউল করিম স্বপন। তাকে সহযোগিতা করেন এম,কে আলম, সাজ্জাদ হোসেন ও আয়নাল হক। খেলায় ধারাভাষ্য প্রদান করেন রফিকুল ইসলাম।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন